পুরানো দিনের গল্পে জায়েদ-পিয়া
‘গ্রাম্য গল্পের ছবিটিতে দেখা যাবে জমিদার পরিবারের অহংকারী মেয়ে মন লন্ডনে বড় হয়। অহংকারী মন গ্রামে আসেন। অন্যদিকে রাজা গ্রামের প্রতিবাদী ছেলে। সে মনের এই অহংকার সহ্য করতেন না। এটা নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।’
এ হলো ‘মনের রাজা’ সিনেমার গল্প। কাহিনী শুনে মনে হতে পারে কয়েক দশক আগের সিনেমা। না, সিনেমাটির মহরত হবে ২১ আগস্ট। বাংলা সিনেমায় এমন কাহিনী অপ্রতুল নয়। এতে মন চরিত্রে পিয়া বিপাশা এবং রাজা চরিত্রে জায়েদ খানকে দেখা যাবে।
‘রাজনীতি’ ছবির পর এটি জায়েদ-পিয়া জুটির দ্বিতীয় সিনেমা। এরই মধ্যে এই ছবিতে অভিনয়ের জন্য দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।
মহরতের পর দুইটি লটে ঢাকা এবং পিরোজপুরের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে। মহরতের দিন থেকে প্রথম লটে পাঁচদিন শুটিং করা হবে এফডিসি, রাজধানীর হাতিরঝিল এবং উত্তরার একটি শুটিং হাউজে।