Select Page

অক্টোবরে শুটিং শুরু, ভালোবাসা দিবসে মুক্তি

অক্টোবরে শুটিং শুরু, ভালোবাসা দিবসে মুক্তি

কলকাতার ছবির শুটিং শেষে দেশে ফিরেই প্রযোজিত ছবি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন শাকিব খান। ‘প্রিয়তমা’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। যার ঘোষণা এসেছিল বেশ আগে।

কালের কণ্ঠকে শাকিব জানান, ‘প্রিয়তমা’র শুটিং শুরু হচ্ছে ১ অক্টোবর। মুক্তি পাবে আগামী বছর ভ্যালেন্টাইন্স ডেতে। অর্থাৎ শাকিব-বুবলি অভিনীত এই ছবি মুক্তি পাবে ২০১৯ ফেব্রুয়ারিতে।

শকিব জানান ,’ছবির গল্প ও চিত্রনাট্য প্রস্তুত। শুটিংয়ের স্থানও নির্বাচিত করা হয়ে গেছে। আশা করছি, ১ অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব। ‘

স্বভাবতই সকলের মনে প্রশ্ন উঠছে ছবির বাজেট নিয়ে। শাকিব জানিয়েছেন , ছবির বাজেট ৪ কোটি টাকা। আপাতত ছবি নিয়ে তিনি কীভাবে এগোবেন, কী কী করবেন ,কোন পথে হবে ছবির বাণিজ্যকরণ, এই সমস্ত দিক নিয়ে চিন্তায় আছেন। ছবির শ্যুটিং, হায়দরাবাদের রামোজি ফিল্মসিটিতে হবে।

বাকি কিছুটা অংশের শুটিং হবে লাদাখে। এছাড়াও বাংলাদেশের শুটিং হবে ঢাকা, চট্টগ্রামের মহেশখালী, কক্সবাজার।


মন্তব্য করুন