Select Page

অগ্নিমূর্তিতে ফিরল অগ্নি (টিজার)

অগ্নিমূর্তিতে ফিরল অগ্নি (টিজার)

Agnee 2একের পর এক দেখানো হয় দুনিয়ার সব বিপদজনক মানুষকে। তারপর আসে তাদের চেয়েও বিপদজনক একজন। তবে সে ভালোর প্রতিনিধি। সে হলো অগ্নি। এভাবেই দেখা যায় অগ্নি ২ এর টিজার। শুক্রবার রাতে প্রকাশ হলো আলোচিত সিনেমাটির টিজার। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি

সিনেমাটি যে নারীকেন্দ্রিক তা টিজারেই বুঝা যায়। ৪২ সেকেন্ডের টিজারে ২ কী ৩ সেকেন্ডের জন্য দেখা যায় কলকাতার নায়ক ওমকে। আর জল-স্থলে ঢিসুম ঢিসুম করেন অগ্নি। এতদিন গানে গানে পাওয়া গিয়েছিল অগ্নি ২-কে। এবার পাওয়া গেল ধামাকা এ্যাকশান লুকে। সব মিলিয়ে ফাটাফাটি টিজার সিনেমাটির প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়।

এ্যাকশান দৃশ্যের ফাঁকে একমাত্র ডায়গলটি শোনা যায় মাহির কণ্ঠে, ‘অগ্নি তোকে ধ্বংস করে দেবে, ধ্বংস!’ এখন দেখার বিষয় ঈদের সিনেমার প্রতিযোগিতায় কেমন ঝড় তোলে!

ইফতেখার চৌধুরীর হিট সিনেমা ‘অগ্নি’র সিক্যুয়াল এটি। সিক্যুয়ালে পরিচালনায় আরো আছেন কলকাতার হিমাংশু। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ইন্ডিয়ার এসকে মুভিজ। বাংলাদেশে ঈদুল ফিতরে মুক্তি পেলেও ইন্ডিয়া ও অন্যান্য দেশে মুক্তি পাবে ১৪ আগস্ট। বাংলা ভাষার পাশাপাশি ছবিটি মান্দারিন (চায়নিজ) ও মালয় ভাষায় ৯টি দেশে মুক্তি পাবে। ‘অগ্নি ২’-তে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী ও টাইগার রবি।

Agnee 2 Teaser !!Agnee 2 Teaser !!Starring : Mahi, Om, Ashish Vidyarthi & Amit HasanMusic Director : Akassh & SavvyDirection: Iftakar ChowdhuryProduced and Distributed – Jaaz MultimediaClick to share on Facebook – http://bit.ly/Agnee2Teaser

Posted by Jaaz Multimedia on Friday, June 26, 2015


মন্তব্য করুন