Select Page

অগ্নির সফল যাত্রা

অগ্নির সফল যাত্রা

 Agni_PosterB-235x275ভালোবাসা দিবসে মোট পাঁচটি চলচ্চিত্র মুক্তি পেলেও বেশীরভাগ দর্শকের আকর্ষন ইফতেখার চৌধুরী পরিচালিত এবং আরেফিন শুভমাহিয়া মাহি অভিনীত চলচ্চিত্র ‘অগ্নি‘র প্রতি। গত বছরে ছবির প্রমো মুক্তি দেয়ার পর পরই অ্যাকশনধর্মী এই চলচ্চিত্রের প্রতি দর্শকের অপেক্ষার পালা শুরু হয়। সারাদেশে মুক্তি পাওয়ার মাধ্যমে আজ শেষ হল প্রতীক্ষার প্রহর। মুক্তির প্রথমদিনে বেশ কিছু সিনেমাহলে দর্শকের উপস্থিতি এর সফল যাত্রাকেই ইঙ্গিত দেয়।

ঢাকার প্রায় সবকটি সিনেমাহলেই সিনেমা মুক্তির আগে থেকেই দর্শকের ভীড় লক্ষ্যনীয় ছিল। প্রেক্ষাগৃহের সূত্রে জানা গেছে – প্রথম শো হাউসফুল এবং অন্যান্য সিনেমার তুলনায় বেশী দর্শক দেখেছে। তবে, শুধু অগ্নি সিনেমার প্রতি আগ্রহের পাশাপাশি ভালোবাসা দিবসও উপস্থিতির একটি কারণ হতে পারে বলে জানিয়েছেন একজন দর্শক।

বলাকা সিনেমাহলে প্রথম শো শেষে বেরিয়ে আসা একজন দর্শক ইতিবাচক মন্তব্য করলেন অগ্নি সম্পর্কে – ‘শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে পেরেছিল ছবিটি। অনেকদিন এরকম বাংলাদেশী সিনেমা দেখা হয় নি।’

প্রায় ৯৩টি হলে মুক্তি পেল অগ্নি চলচ্চিত্র। সর্বকালের সর্বোচ্চ বাজেটের ছবি দাবী করা এই চলচ্চিত্রটি কতটুকু ব্যবসা সফল হবে তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।


Leave a reply