Select Page

অঙ্গীকারনামা জমা দিয়ে সেন্সরে ‘বস টু’, ভারতীয় মন্ত্রীর তদবির

অঙ্গীকারনামা জমা দিয়ে সেন্সরে ‘বস টু’, ভারতীয় মন্ত্রীর তদবির

অবশেষে সেন্সর বোর্ডে জমা পড়েছে বাবা যাদব পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’। এর জন্য তথ্য মন্ত্রণালয়ে বিশেষ অঙ্গীকারমানা জমা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেখানে বলা হয়, ভবিষ্যতে যৌথ প্রযোজনার নীতিমালা লঙ্ঘন করবে না প্রতিষ্ঠানটি।

বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন পরিবর্তন ডটকমকে বলেন, ‘বৃ্হস্পতিবার দুপুরের পর ছবিটি সেন্সরে জমা পড়েছে। তারা মন্ত্রণালয়ে বিশেষ অঙ্গীকারনামা জমা দিয়ে ছাড়পত্র নিয়েছে— ভবিষ্যতে আর নীতিমালা ভঙ্গ করবে না এ মর্মে।’

এর ফলে সেন্সর ছাড়পত্র পেতে ‘বস টু’র সামনে কোনো বাধা থাকল না। এর আগে জাজ প্রযোজিত ‘প্রেম কি বুঝিনি’ নীতিমালা ভঙ্গের পরেও মানবিক বিবেচনায় সেন্সর পেয়েছিল।

এদিকে চ্যানেল আই অনলাইন জানাচ্ছে, ‘বস টু’ ছবির জন্য ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ মহল থেকে অনুরোধ এসেছে।

জানা গেছে, ‘বস টু’ ছবিকে ছাড়পত্র দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের এক প্রভাবশালী মন্ত্রীকে নাকি সেখান থেকে এই অনুরোধ করা হয়েছে। আর এখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ঢাকায় আসেন ছবির নায়ক ও প্রযোজক কলকাতার এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা জিৎ​।

‘বস টু’ ছবির সঙ্গে খুব ঘনিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, সেই প্রভাবশালী মন্ত্রীর নির্দেশে চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি বুধবার আবারো ছবিটি দেখেছে।


মন্তব্য করুন