Select Page

অডিও অ্যালবামে ‘পোড়ামন’

অডিও অ্যালবামে ‘পোড়ামন’

image_1267_354924আজ মুক্তি পেতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘পোড়ামন‘-এর অডিও অ্যালবাম।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকেই প্রকাশ পাচ্ছে অ্যালবামটি।

বেশির ভাগ গান লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফিক তুহিন। পাশাপাশি সংগীত পরিচালনাও করেছেন শফিক তুহিন। দুটি গানের সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু ও রাজিব। সিনেমার বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পুলক, খেয়া, মিমি ও শফিক তুহিন।

গত বৃহস্পতিবার ‘পোড়ামন’ ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে।  আগামী ১৪ জুন মুক্তি পাবে ছবিটি।

বান্দরবানের একটি সত্যি ঘটনাকে নিয়ে এ ছবির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন, আলীরাজ, বিপাশা, ডন, রতন, রেহানা জলি, মনিরা মিঠু, গুলশান আরা, মিশা সওদাগর প্রমুখ।

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন