অতিথি চরিত্রে ববি
চিত্রনায়িকা ববি এবার অতিথি চরিত্রে অভিনয় করলেন। ছবির নাম আরো ভালোবাসবো তোমায়। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং পরীমণি। ববির চরিত্রটি অতিথি হলেও গুরুত্বপূর্ণ – এমনটিই জানিয়েছেন ছবির পরিচালক এস এ হক অলিক।
গুরুত্বপূর্ণ এ চরিত্রে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথা ছিল। কিন্তু ছবির কাজ শুরুর পূর্বে জানা যায় অপু কাজটি করছেন না, নতুন কেউ অভিনয় করবেন। গত ২৩ এপ্রিল সিলেটে ববির অভিনয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেল অপুর পরিবর্তে ববি অভিনয় করেছেন।
তবে ববির চরিত্র সম্পর্কে পরিচালক কিছু জানান নি। দর্শকদের চমক দেয়ার উদ্দেশ্যেই তিনি এ গোপনীয়তা রক্ষা করছেন বলে জানান। এ প্রসঙ্গে তিনি একটি সংবাদ মাধ্যমকে জানান, ‘ববি আরো ভালোবাসবো তোমায় ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মূলত অতিথি চরিত্র। যে চরিত্রটি ছাড়া এ ছবিটি কখনো পূর্ণাঙ্গ হবে না। যখন হলে গিয়ে দর্শক পর্দায় ববিকে দেখবে তখন বেশ চমৎকৃত হবে। দর্শক হলে গিয়েই তার চরিত্রটি আবিষ্কার করুক। এখন বললে এ চরিত্রটির যে আলাদা একটি মূল্য আছে তা আর থাকবে না। এছাড়া তার সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমার কাছে তার অভিনয় বেশ ভালো লেগেছে।’
ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন অলিক নিজেই। এর আগে তিনি রিয়াজকে নিয়ে দুটি সফল চলচ্চিত্র নির্মান করেছিলেন। শাকিব খানের সাথে এটিই তার প্রথম কাজ।
সূত্র: বাংলামেইল