Select Page

অনন্তর নতুন ছবি ‘সিএনজি’, বিদেশিরা পেল শুটিংয়ের অনুমতি

অনন্তর নতুন ছবি ‘সিএনজি’, বিদেশিরা পেল শুটিংয়ের অনুমতি

প্রায় সাত বছর পর ‘দিন-দ্য ডে’ নামের যৌথ প্রযোজনার ছবি নিয়ে ঈদুল আজহায় পর্দায় ফিরছেন অনন্ত জলিল। সে ছবির পরিচালক মুর্তজা অতাশ জমজমকে নিয়ে আরেকটি ছবি নির্মাণ করবেন। ‘সিএনজি’ নামের ছবিটিও বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হবে।

ইতোমধ্যে পরিচালক মুর্তজা অতাশ জমজমসহ পাঁচজন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাংলাদেশে শুটিং করার জন্য ওয়ার্ক পারমিট পেয়েছেন। বাকিরা হচ্ছেন বায়রাম ফাজলি, ফারামার্জ মখাতরি মবেরেখ, আতিয়ে পিরালি ও কাভোয়াস আগাই। তারা সবাই এ মাসের শেষের দিকে শুটিংয়ের জন্য বাংলাদেশে আসবেন।

১৩ মার্চ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে অনুমতির ব্যাপারে জানানো হয়। তবে সেখানে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো হচ্ছে-

(ক) আবেদনে উল্লিখিত স্থানসমূহের মধ্যেই শুটিং করতে হবে। এর বাইরে শুটিংয়ের কাজ করা যাবে না এবং শুটিং শুরুর আগে সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করতে হবে;

(খ) বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কিংবা বাংলাদেশ ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হতে পারে এমন দৃশ্য ধারণ করা যাবে না;

(গ) শুটিংয়ের কাজে বাংলাদেশি কলাকুশলী অংশগ্রহণ করলে তাদের পারিশ্রমিক/সম্মানী যথানিয়মে পরিশোধ করতে হবে;

ঘ) চলচ্চিত্রটির নির্মাতা ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে যথানিয়মে ভিসা সংগ্রহ করবেন: এবং

(ঙ) চলচ্চিত্রটি অবশ্যই বাংলাদেশের সিনেমা হলে নিয়মানুযায়ী মুক্তি দিতে হবে।

বর্তমানে অনন্তর নির্মাণাধীন ছবির মধ্যে রয়েছে ‘নেত্রী- দ্য লিডার’। অনন্ত-বর্ষা ছাড়াও এ ছবিতে বিদেশি অভিনেতারা অংশ নিচ্ছেন।


মন্তব্য করুন