Select Page

অনন্ত জলিলের ইরানি পরিচালকের ছবিতে জয়া, নাম ‘ফেরেশতে’

অনন্ত জলিলের ইরানি পরিচালকের ছবিতে জয়া, নাম ‘ফেরেশতে’

কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ‘সিএনজি’ নামে একটি সিনেমার দৃশ্যধারণের অনুমতি পেয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা আতশ জমজম। এর আগে অনন্ত জলিলের প্রযোজনায় ‘দিন দ্য ডে’ চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। তখন ধারনা করা হয়, ‘সিএনজি’র সঙ্গে অনন্তর সংশ্লিষ্টতা রয়েছে।

এখন একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আতশ জমজমের ‘ফেরেশতে’ নামের ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান

সোমবার বসুন্ধরার সোলমাইদ এলাকায় এ সিনেমার শুটিংয়ে দেখা গেছে জয়াকে; সঙ্গে ‘শিমু’-খ্যাত রিকিতা নন্দিনী শিমু ও এক শিশুকে দেখা গেছে। ক্যামেরার পেছনে ছিলেন মুর্তজা অতাশ জমজম।

তবে সিনেমার শুটিং নিয়ে জয়া আহসান ও শিমু মুখে কুলুপ এঁটেছেন; তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শুটিংয়ের ইউনিট থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিডি নিউজ টোয়েন্টিফোরকে জানান, রাজধানীর নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় আগামী ২০ দিন এ সিনেমার দৃশ্যধারণ করা হবে।

এ ছাড়া ‘ফেরেশতে’র শুটিং-এর বিষয়টি স্পষ্ট নয়। এফডিসির সহকারী পরিচালক (শিডিউল) সোহরাব হোসেন জানান, আতশ জমজমকে ‘সিএনজি’ নামে একটি সিনেমার শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে; পরে আর কোনো সিনেমার শুটিংয়ের অনুমতি নেননি ইরানি নির্মাতা মুর্তজা।

সেই সিনেমার নাম পরিবর্তন করে ‘ফেরেশতে’ নির্ধারণ করা হয়েছে কি না-তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


মন্তব্য করুন