Select Page

অনন্যকে কী বলছেন মিম?

অনন্যকে কী বলছেন মিম?

anonno-mamun-mim

অনন্য মামুনকে কী বলছেন মিম? এ প্রশ্ন তো অনেকেরই। তা জানা হলো না। তবে, মিমকে নিয়ে অনন্য কী বলছেন তা জানা গেল।

কক্সবাজারে শুটিং স্পটে রয়েছে অনন্য মামুন টিমের নতুন সিনেমা ‘আমি তোমার হতে চাই’। সেখান খেকে বুধবার অনন্য ফেসবুকে মজার দুটি ছবি শেয়ার করেন।

একটি ছবিতে মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা মিম। তিনি অনন্যকে কিছু একটা বলছেন। এ ছবিতে একজন মন্তব্য করেছেন, মিমকে ডিরেক্টর মনে হচ্ছে!

অবশ্য ছবি কাব্যিক ক্যাপশন দেন ‘মোস্ট ওয়েলকাম’ নির্মাতা। তিনি লেখেন, ‘তুমি আছো বলে সাদাকাল পৃথিবীটা রঙ্গিন…।’

মিম কী বলছেন জিগেশ করলে অনন্য হেসে উড়িয়ে দেন। তবে মানতে হবে এ নির্মাতা অনেক ফটোজেনিক। ‘কেউ নায়ক হওয়ার অফার দিয়েছে কিনা?’— এমন প্রশ্নে জানান, দেইনি।

ভাগ্যিস দেইনি। নইলে, ‘অস্তিত্ব’ সিনেমাটা কে বানাতো।

anonno-mamun-mim1

একইদিন মিমের আরেকটি ছবি পোস্ট করেন অনন্য। ক্যাপশনে লেখেন, ‘তোমার জন্য কি যে মায়া আমার কলিজায়…।’

অনন্যর আগের সিনেমার নায়িকা ছিলেন নুসরাত ইমরোজ তিশা। কক্সবাজারের লোকেশন থেকে তখন অনন্য মজার মজার ছবি পোস্ট করেন।

এবার শেয়ার করছেন নতুন সিনেমার নায়িকার ছবি। দর্শক আশা করছে, ঝলমলে এ ছবিগুলোর মতো নতুন কিছু উপহার দিতে যাচ্ছেন অনন্য মামুন। সে আশাবাদ বেঁচে থাকুক!


মন্তব্য করুন