Select Page

অনন্য মামুনের চার ভাষার সিনেমায় শাকিব খান!

অনন্য মামুনের চার ভাষার সিনেমায় শাকিব খান!

অনন্য মামুন সব সময় প্রচুর কাজ দিয়ে ব্যস্ত থাকেন। তার কতটা গর্জে-বর্ষের মধ্যে মিল রাখে, তা অন্য আলাপ। এবার শাকিব খানকে নিয়ে চার ভাষায় সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন তিনি। যা ভারত-বাংলাদেশে মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। তবে এ নিয়ে ঢালিউড তারকার পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

এর আগে অনন্য মামুনের পরিচালনায় নবাব এলএলবি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান।

এর আগে অভিনেতার জন্মদিন ২৮ মার্চে এক ফেসবুক পোস্টে অনন্য মামুন লেখেন, ‘শুভ জন্মদিন ভাই। খুব বেশি কাজ হয়নি ভাইয়ের সাথে; গল্প লেখক হিসাবে ২৩টা সিনেমা, সহযোগী পরিচালক হিসাবে ৩টা সিনেমা, পরিচালক হিসাবে নবাব এলএলবি। কিন্তু ভাইয়ের সাথে এই একটাই ছবি লাস্ট ১৫ বছরে।’

এর কয়েকদিনের মাথায় আরেক পোস্টে জানান, শুটিংয়ের প্রথমদিন সবকিছু খোলাসা করবেন।

তবে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) শাকিব ভক্তদের বলেন, ‘কল আর এসএমএস এর জ্বালায় জীবন শেষ। অপরিচিত দরকারী নাম্বারের ফোনও ধরতে পারছি না। শাকিব ভক্তদের বলতে চাই। আমাদের সিনেমটা হচ্ছে। এবং সেটা আগামী কোরবানি ঈদে ভারত ও বাংলাদেশে ৪টি ভাষায় মুক্তি পাবে। যেহেতু বিদেশী শিল্পীদের সিডিউল ও পারমিশনের ব্যাপার আছে তাই সব কাজ সম্পূর্ণ করে আপনাদের জানানো হবে। তবে দুঃখের বিষয় হলো রিলিজের আগে এই সিনেমার কোন লুক বা তথ্য প্রকাশ করা হবে না।’

বর্তমানে ঈদে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান অভিনীত ‌‘লিডার আমিই বাংলাদেশ’। তবে সিনেমাটি নিয়ে তেমন সরব তিনি। এছাড়া গত কয়েক মাসে একগুচ্ছ সিনেমার ঘোষণা এলেও কোনোটি শুটিং ফ্লোর পর্যন্ত যেতে পারেনি।


মন্তব্য করুন