Select Page

অনিমেষ আইচের নতুন ছবি

অনিমেষ আইচের নতুন ছবি

indexঅনিমেষ আইচ তার প্রথম ছবি ‘না মানুষ’-র কাজ শুরু করেছিলেন বছর দুয়েক আগে। কিন্তু নানা জটিলতায় ছবিটির নির্মাণ কাজ আপাতত স্থগিত রয়েছে। সে ছবির কাজ আবার কবে শুরু হবে তা নিয়ে নতুন কোন খবর নাই। নতুন খবর হলো তিনি আবারও চলচ্চিত্র পরিচালনায় হাত দিয়েছেন।

নতুন এই ছবির নাম ‘জিরো ডিগ্রি’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো এক সাথে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় দুই নায়িকা- মৌসুমীজয়া আহসান। ছবিটিতে তাদের বিপরীতে আছেন ছবির এ ছবির প্রযোজক অভিনেতা মাহফুজ আহমেদ।

ছবিতে মৌসুমী ও মাহফুজ আহমেদ অভিনয় করবেন স্বামী-স্ত্রীর চরিত্রে। আর জয়া অভিনয় করবেন মানসিক ভারসাম্যহীন একটি তরুণীর চরিত্রে।

সব ঠিক থাকলে এই বছরেই ছবির কাজ শুরু হবে।


মন্তব্য করুন