Select Page

অনিশ্চিত ৩০ ছবি

অনিশ্চিত ৩০ ছবি

indexপ্রতিদিন আমরা কত ছবি নির্মাণের কথাই তো শুনি। এরমধ্যে ক’টা পর্দার মুখ দেখে। এমনও আছে সব কাজ শেষ অজানা কারণে বছরের পর বছর মুক্তি পাচ্ছে না।

মুক্তি অনিশ্চিত কয়েকটি চলচ্চিত্রের নাম শুনা যাক এবার-

দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে এফ আই মানিক পরিচালিত ও ডিপজল অভিনীত-প্রযোজিত ‘এ দেশ তোমার আমার’, কামরুজ্জামান কাজল প্রযোজিত ও আমিন খান-পপি অভিনীত ‘আদরের ভাই’, কামরুজ্জামান কামু পরিচালিত ‘দি ডিরেক্টর’, নাজমুল করিম নির্ঝর পরিচালিত ‘নমুনা’ এবং সাজেদুর রহমান সাজু পরিচালিত ‘অন্তরে প্রেমের আগুন’।

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েও দুই বছর ধরে মুক্তি পাচ্ছে না প্রয়াত পরিচালক নূর হোসেন বলাই পরিচালিত এবং শাকিব খান ও কলি অভিনীত ‘অপমানের জ্বালা’। ছবি প্রস্তুত, কিন্তু অনেক বছর পরও আলোর মুখ দেখছে না ‘নূরজাহানের প্রেম’ ছবিটি।

মান্নার আকস্মিক মৃত্যুতে আটকে গেছে এমএম সরকার পরিচালিত ‘বৃষ্টির চোখে আগুন’। পরিচালক মতিউর রহমান বাদল ও আবিদ হাসান বাদলের মৃত্যুর কারণে আটকে গেছে ‘জনতার ডাক’ এবং ‘পাগলের বিয়ে’।

প্রযোজক বিদেশে থাকার কারণে শেষ হচ্ছে না নজরুল ইসলাম খান পরিচালিত ‘স্বপ্নের বিদেশ’ ও অনিমেষ আইচ পরিচালিত ‘না মানুষ’।

প্রযোজক মো. নাজিমউদ্দিন চেয়ারম্যানের অনাগ্রহের কারণে শেষ হয়েও হচ্ছে না শেষ উত্তম আকাশ পরিচালিত ‘এক জবানের জমিদার হেরে গেলেন এইবার’, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘অবুঝ ভালবাসা’ এবং জি সরকার পরিচালিত ‘জান’।

একটি গানের শুটিংয়ের পর বিন্দুমাত্র কাজ হয়নি ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি’র।

আর ঘোষণাতেই আটকে আছে ‘লাইলী মজনু’।

প্রযোজক পরিচালক চলচ্চিত্র থেকে দূরে সরে থাকায় অনিশ্চয়তায় হাবুডুবু খাচ্ছে এনায়েত করিম পরিচালিত ‘বউ পাগল’, রেজা পরিচালিত ‘কেন আমি সন্ত্রাসী’, রানা হামিদের ‘ছলনাময়ী নারী’, এমএ আউয়াল পিন্টুর ‘কালো বিড়াল’ ও ‘তুষের আগুন’, মাসুম পারভেজ রুবেলের ‘লড়াকু সন্তান’, আইনুলের ‘সাহসী কন্যা’ ইত্যাদি।

রহস্যজনক কারণে শেষ হচ্ছে না আজাদী হাসানাত ফিরোজ পরিচালিত ‘প্রেমের নদী’ ও পল্লী মালেক পরিচালিত ‘ওয়ান থ্রি ফোর’।

মৌসুমী, ফেরদৌস, শাকিব খান ও জনার সিডিউল সমন্বয় করতে না পারার কারণে নৃত্যপরিচালক মাসুম বাবুল পরিচালিত ‘চোখ যে মনের কথা বলে’ ছবির আশা ছেড়ে দিয়েছেন প্রযোজক মতিউর রহমান পানু।

শেষ হয়েও হচ্ছে না শেষ অথবা মুক্তির জন্য প্রস্তুত থেকেও মুক্তি পাচ্ছে না এমন ছবির তালিকায় রয়েছে মোহাম্মদ নিশানের ‘মন যারে চায়’, আবু সাঈদ খানের ‘আসবো না ফিরে’, ছটকু আহমেদের ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’, এমএ রহিমের ‘সুন্দরী গুলবাহার’ ইত্যাদি।

নিলয়-শখের সম্পর্কের নতুন করে ফাটল দেখা দেয়ায় শেষ হতে সময় নিচ্ছে নতুন পরিচালক সানিয়াত হোসেনের ‘অল্পস্বল্প প্রেমের গল্প’ ছবিটি।

এছাড়া অশ্লীল যুগে নির্মিত অনেক ছবি আটকে আছে।

সুত্র: মানবজমিন


Leave a reply