Select Page

অনুদান ২০২০-২১: আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর

অনুদান ২০২০-২১: আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর


চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান সমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০২০-২০২১ অর্থবছরের সরকারি অনুদান দেওয়ার উদ্দেশ্যে কাহিনী ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রস্তাব আহ্বান করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাহিনি ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক/ পরিচালক/ চলচ্চিত্র নির্মাতা/ চলচ্চিত্র ব্যক্তিত্ব/ সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার প্রতিষ্ঠান/ লেখক/ চিত্রনাট্যকারদের মূল কাহিনিসহ চিত্রনাট্য, চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা এবং শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ অক্টোবর বিকেল ৪টা।

অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদানের প্রথম চেক প্রাপ্তির ৯ মাসের মধ্যে এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণ অনুদানের প্রথম চেক প্রাপ্তির ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

প্রতি অর্থবছরে প্রাপ্ত বরাদ্দের আলোকে সর্বোচ্চ ১০টি পূর্ণদৈর্ঘ্য ও ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে এ অনুদান দেওয়া হবে। অনুদান দেওয়ার ক্ষেত্রে সাহিত্য নির্ভর গল্প ও চিত্রনাট্যকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়।

কেবলমাত্র বাংলাদেশের নাগরিক অনুদান প্রাপ্তির জন্য বিবেচিত হবেন। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের সকল শিল্পী/কলাকুশলীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে বিশেষ ভূমিকায় অংশগ্রহণের জন্য যদি কোন বিদেশী শিল্পী/কলাকুশলীর প্রয়োজন হয় তাহলে মন্ত্রণালয়ের অনুমতিক্রমে উক্ত শিল্পী/কলাকুশলী অংশ নিতে পারবেন।

অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব ২৯ অক্টোবর ২০২০ তারিখ বিকাল ৪ টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখায় পৌঁছাতে হবে।

বিস্তারিত শর্তাবলী ও সুযোগ সুবিধা জানা যাবে এখানে।

আলোচ্য সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে বলেও জানানো হয়েছে।


মন্তব্য করুন