Select Page

অনুপমের গানে জয়া-অনিমেষের রসায়ন (ভিডিও)

অনুপমের গানে জয়া-অনিমেষের রসায়ন (ভিডিও)

দোয়েল পাখি কন্যা রে’র পর ‘দেবী’ ছবির নতুন গান প্রকাশ করা হয়েছে। ‘দু মুঠো বিকেল’ শিরানামের গানটি লেখার পাশাপাশি এতে কণ্ঠ ও সুর দিয়েছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। নতুন এই গানটিতে ফুটে উঠেছে রানু ও আনিস চরিত্রে অভিনয় করা জয়া আহসান ও অনিমেষ আইচের রসায়ন।

চমৎকার কথা-সুরের পাশাপাশি দৃষ্টিনন্দন ভিডিওতে গানটি প্রকাশ হয়েছে সোমবার সকালে।

সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে দেবী। অনম বিশ্বাস পরিচালিত এ ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের।

https://www.youtube.com/watch?v=AyvVlYWcmT0


মন্তব্য করুন