Select Page

অনুরোধে খলনায়ক হলেন বিপ্লব

অনুরোধে খলনায়ক হলেন বিপ্লব

52cee31b11c78-Untitled-5ব্যান্ড শিল্পী বিপ্লব গান দিয়ে এক যুগেরও বেশি সময় শ্রোতা-দর্শকদের মাতিয়েছেন। এবার আসছেন নতুন পরিচয়ে। তিনি এখন বড়পর্দার ভিলেন। ‘গেইম‘ নামের একটি চলচ্চিত্রে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছেন।  ছবিটি পরিচালনা করছেন অনিক রয়েল

সম্প্রতি এক সাক্ষাতকারে জানান, ছবিটিতে কাজ করা অনেকটা অনুরোধে ঢেকি গেলার মতো।

তিনি প্রথম আলোকে বলেন, ‘ছবির নাম গেইম। এখানে আমি খলনায়কের চরিত্রে অভিনয় করেছি। আমি তখন ছবির টাইটেল গানের কাজ করছিলাম, তখন ছবির নায়ক নীরব আমাকে খলনায়ক চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। নিরবের অনুরোধে আমি খলনায়ক হয়েছি।’

চলচ্চিত্রটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


Leave a reply