Select Page

অনেক কথার ভিড়ে শাকিব-পাওলি (ভিডিও)

অনেক কথার ভিড়ে শাকিব-পাওলি (ভিডিও)

প্রকাশ হলো ‘সত্তা’র রোমান্টিক কোনো গান। ‘অনেক কথার ভিড়ে’ শিরোনামের গানটিতে কক্সবাজারের লোকেশনে দেখা গেল শাকিব খান ও পাওলি দামকে। এতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও কনা।

বৃহস্পতিবার রাতে গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে। ইতোমধ্যে দর্শকদের মনও কেড়ে নিয়েছে।

‘সত্তা’ পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। মুক্তি পাবে ৭ এপ্রিল।


মন্তব্য করুন