Select Page

অনেক দিন পর প্রশংসিত শাকিব খানের ট্রেলার

অনেক দিন পর প্রশংসিত শাকিব খানের ট্রেলার

মাঝে বেশ কিছু গতানুগতিক ও নকল গল্পের কারণে সমালোচিত হয়েছিলেন শাকিব খান। তবু ভক্তরা দেখেছিলেন তার সিনেমা। এবার ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমার ট্রেলারে অন্যদেরও বাহবা পেয়েছেন নায়ক।

ঈদুল আজহার ছবিটির ট্রেলার প্রকাশ হয় বুধবার।যার পুরোটা জুড়ে রয়েছে বাংলাদেশের এই সময়ের নারী নির্যাতনের চিত্র। তা ফুটে উঠেছে বিরাট ক্যানভাসে। ট্রেলারের শেষে সবার উদ্দেশ্যে শাকিবের একটি প্রশ্ন, ‘ভাই, এভাবেই চলবে দেশটা?’।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’র ট্রেলার হয়েছে শাকিবের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল। ২৪ ঘণ্টায় সাড়ে তিন লাখের বেশিবার দেখা হয়েছে।

ছবিটিতে শাকিবের বিপরীতে বরাবরের মতোই আছেন শবনম বুবলি। আরও আছেন তারিক আনাম খান, মিশা সওদাগর, সাবেরী আলম, ডন, মাসুম বাশার, নাজিবা বাশার, সাদেক বাচ্চু প্রমুখ।


মন্তব্য করুন