Select Page

‘অন্তর জ্বালা’র দ্বিতীয় গানও নকল, তবে…

‘অন্তর জ্বালা’র দ্বিতীয় গানও নকল, তবে…

টাইটেল গান ‘অন্তর জ্বালা’ শ্রুতিমধুর হলেও নকল অভিযোগ উঠেছিল প্রকাশের সাথে সাথে। একই কাণ্ড ঘটেছে দ্বিতীয় গান ‘আমরা রোদে পুড়ি’তেও। কথা, সুরের পাশাপাশি চিত্রায়নও তামিল সিনেমার অনুকরণে করা হয়েছে।

‘আমরা রোদে পুড়ি’ লিখেছেন সুদীপ কুমার দীপ। আলী আকরাম শুভর সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল।

সব মিলিয়ে এ গুজব ছড়িয়েছে যে মা‌লেক আফসারী প‌রিচা‌লিত ‘অন্তর জালা’ তা‌মিল ছ‌বি ‘ভেইল’-এর নকল। অবশ্য পরিচালক নিজেও নকল স্বীকার করে নিয়েছেন। এমনকি দক্ষিণ ভারতকে নিজের গুরু উল্লেখ করে ফেসবুকে পোস্টও দিয়েছেন।

এটা ঠিক মালেক আফসারীর নির্মাণে দর্শকদের আস্থা রয়েছে। ‘অন্তর জ্বালা’র ট্রেলারও বড়সড় ক্যানভাসের হদিস দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা।

১৫ ডিসেম্বর মুক্তি প্রতিক্ষীত ‘অন্তর জ্বালা’র প্রধান দুই চরিত্রে আছেন জায়েদ খান ও পরী মনি।

 


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

স্পটলাইট

Movies to watch in 2018
Coming Soon

[wordpress_social_login]

Shares