Select Page

অন্তর জ্বালা কবে?

অন্তর জ্বালা কবে?

ontor-jala

বিজয় দিবসে মুক্তি পেতে যাচ্ছে পরী মনি অভিনীত ‘অন্তর জ্বালা’। মাস্টার মেকার হিসেবে পরিচিত মালেক আফসারীর সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জায়েদ খান।

মালেক আফসারী কয়েকদিন আগে ফেসবুকে লেখেন, “মান্নার এক অন্ধ ভক্তের করুণ কাহিনী নিয়ে আমার ‘অন্তর জ্বালা’ মুক্তি পাচ্ছে ১৬ ডিসেম্বর।”

নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’র বেশির ভাগ অংশের শুটিং হয়েছে পিরোজপুরে। প্রায় ৫০দিনের মত আউটডোর শুটিং করে সিনেমাটি ইতোমধ্যে রেকর্ড গড়েছে। অক্টোবরের প্রথমদিকে গানের দৃশ্যায়নের মাধ্যমে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হয়। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। ‘অন্তর জ্বালা’য় আরো অভিনয় করেছেন মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি, বড়দা মিঠু প্রমুখ।


মন্তব্য করুন