Select Page

অন্ধকার জগতে পিয়া

অন্ধকার জগতে পিয়া

image_48537_0বাস্তবে অন্ধকার জগতের সাথে জড়াননি মডেল ও অভিনেত্রী পিয়া। তবে, তার নতুন ছবিতেই এমনটিই দেখা যাবে। আশিকুর রহমানের পরিচালনায় নতুন ছবি ‘গ্যাংস্টার রিটার্ন’ এ অন্ধকার জগতের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যাবে পিয়াকে।

মূলত: একটি টিভি নাটকের সিক্যুয়েল আকারে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এই ছবির মূল চরিত্র গ্যাংস্টার হচ্ছেন হালের জনপ্রিয় টিভি অভিনেতা অপূর্ব।

শনিবার রাজধানীর পুরনো ঢাকায় আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হয়। পিয়া জানান, কাজটিকে তিনি বেশ চ্যালেঞ্জিং মনে করছেন। এই নিয়ে তিনি বেশ উত্তেজনায় আছেন।

চোরাবালি’খ্যাত এই অভিনেত্রী আরো দুটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। এগুলো হলো ‘প্রবাসী প্রেম’  ও ‘দ্য স্টোরি অব সামারা’ । ছবি দুটির কাজ শিগগিরই শুরু হবে।

 


মন্তব্য করুন