Select Page

অপুর খোঁজে শিলিগুড়ি

অপুর খোঁজে শিলিগুড়ি

অনেকদিন অন্তরালে আছেন অপু বিশ্বাস। এই শোনা যাচ্ছে তিনি দ্বিতীয়বার মা হচ্ছেন, পরক্ষণেই আবার বিয়ের খবর আসছে। এ সব পাল্টাপাল্টি খবরে দর্শকরা রসিকতার উপকরণ পাচ্ছেন, উল্টো দিকে লস দিয়ে যাচ্ছেন নির্মাতারা। তার সুরাহায় অপুর খোঁজে শিলিগুড়ি যাচ্ছেন নির্মাতাদের একজন প্রতিনিধি!

পরিচালক মনতাজুর রহমান আকবর, জি সরকার, আব্দুল মান্নান ও কালাম কায়সার কোনো এক গোপন খবরে জানতে পেরেছেন তাদের শিডিউল ফাঁসিয়ে অপু এখন শিলিগুড়িতে। সেখানে একজন প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আগামী সপ্তাহে শিলিগুড়ির উদ্দেশে রওনা হবেন ‘পাঙ্কু জামাই’ ছবির প্রোডাকশন ম্যানেজার কামাল।

পরিচালক জি সরকার বলেন, “অপুর জন্য আর কত অপেক্ষা করব? আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকেছে। অপুর সিদ্ধান্ত জানতে চাই। সে যদি ছবিতে অভিনয় না করতে চায় তাহলে আমাদের টাকা ফেরত দিতে হবে। তার কাছে ‘হ্যাঁ’ অথবা ‘না’ শুনতে চাই আমরা। ”

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন