Select Page

‘আশীর্বাদ’ থেকে অপু বাদ, তায়েবের সঙ্গে ফের ছবির ঘোষণা

‘আশীর্বাদ’ থেকে অপু বাদ, তায়েবের সঙ্গে ফের ছবির ঘোষণা

দুইদিন আগে সরকারি অনুদানের ‘আশীর্বাদ’ সিনেমায় অভিনয়ের কথা সোশ্যাল মিডিয়ায় ঘটা করে জানান অপু বিশ্বাস। অনেক দিন পর নায়িকার হাতে ছবি আসায় খুশি হয় ভক্তরা।

কিন্তু মঙ্গলবার জানান, করোনা পরিস্থিতির কারণে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ করছেন না। একাধিক মিডিয়া অপুর বরাত দিয়ে এমন খবর প্রকাশের পর ফেসবুকে কয়েক মিনিটের ভিডিও প্রকাশ করেন ছবির লেখক ও প্রযোজক জেনিফার ফেরদৌস। তার দাবি অপুকে ‘অপেশাদার আচরণের’ কারণে বাদ দিয়েছেন।

জেনিফার জানান, চুক্তির স্বাক্ষরের ছবি ও ভিডিও বিতরণের স্বত্ত্ব শুধু সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের। কিন্তু অপু ওই সময়ের ছবি প্রকাশ করে অপেশাদার আচরণ করেছেন। তাই চুক্তির পরদিন অর্থাৎ ১৭ আগস্ট রাতে তাকে সিনেমাটি থেকে বাদ দেওয়ার কথা জানানো হয়।

এ দিকে শোনা যাচ্ছে, ডিএ তায়েবের সঙ্গে যৌনপল্লী কেন্দ্রিক ‘দেহ ঘড়ি’ নামের সিনেমা করতে যাচ্ছেন অপু।

এর আগে ২০১৭ সালে তায়েবের সঙ্গে ‘কাঙ্গাল’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটিতে বাপ্পী চৌধুরীও অভিনয়ের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শাকিব খানের সাথে সম্পর্কসহ নানাবিধ কারণে ওই ছবি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন অপু। অবশেষে অপু-ডিএ তায়েব একসঙ্গে কাজ করতে যাচ্ছেন—‘দেহ ঘড়ি’ ছবিতে।

ডিএ তায়েব বলেন, সাইনিং না হলেও অপু আমাদেরকে মৌখিকভাবে নিশ্চিত করেছেন ছবিটি করার ব্যাপারে। আগামী মাস থেকে শুটিং করতে চাইছি।

প্রধান অভিনয়শিল্পী চূড়ান্ত হলেও পরিচালক এখন পর্যন্ত ঠিক হয়নি। এর কাহিনি লিখেছেন পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।

‘দেহ ঘড়ি’তে অপু বিশ্বাস একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করবেন। ছবির গল্প সম্পর্কে ডিএ তায়েব বলেন, ‘এটি একটি মানবিক সংকটের গল্প। এখানে একটি যৌনপল্লীর গল্প দেখানো হবে। যেখানে একজন সর্দারনী থাকেন। যার ভূমিকায় অভিনয় করবেন আনোয়ারা। অপু করবেন যৌনকর্মীর। যার মৃত্যুর পর দাফন নিয়ে এলাকায় সমস্যা হয়। তা নিয়েই গল্প এগোবে।’


মন্তব্য করুন