Select Page

অপু নেই, তাই গল্প বদল

অপু নেই, তাই গল্প বদল

তিন বছরেও সমাপ্ত হয় নি অপু বিশ্বাস অভিনীত সিনেমা লাভ ২০১৪

অনেক অপেক্ষা করেছেন নিমার্তা জি সরকার। তিন বছর আগে শুরু করেও শেষ করতে পারেননি ‘লাভ ২০১৪’। ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা নিয়েছিলেন অপু বিশ্বাসকে। বাকি আছে এক-তৃতীয়াংশ কাজ। তা শেষ করতে দরকার অপুকে।অথচ নায়িকা লাপাত্তা।

শুটিং লোকেশন, অন্যান্য সহশিল্পীসহ সব আয়োজন সম্পন্ন হলেও বারবার অপুর জন্য আটকে যাচ্ছেন পরিচালক। কোনোভাবেই খোঁজ পাচ্ছেন না অপুর। সাত মাস অপেক্ষার পর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত গল্পই পরিবর্তন করে ফেলেছেন তিনি। নায়িকার চরিত্র কমিয়ে খলনায়ক ও অন্যান্য চরিত্রের পরিধি বাড়িয়েছেন।

জি সরকার বলেন, ‘অপুর জন্য শুধু শুধু সময় ব্যয় করতে হলো। আশা করেছিলাম, মান-অভিমানের পালা চুকিয়ে শিগগিরই আড়াল ভাঙবেন। কিন্তু সে আশার গুড়ে বালি। এখন ছবির ক্ষতি মেনে নিয়েও গল্প পরিবর্তন করেছি। বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিলাম।’

সূত্র : কালের কণ্ঠ।


মন্তব্য করুন