Select Page

অপেক্ষায় মেহজাবিন

অপেক্ষায় মেহজাবিন

80295_e5জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন এখন অপেক্ষায় দিন গুনছেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুবো শহর’ চলচ্চিত্রে অভিনয়ের। কয়েক মাস আগে তিনি চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে পরবাসিনী নামে একটি ছবিতে কাজ করলেও- এতে তাকে দেখা যাবে অল্প সময়ে জন্য।

আগামী জানুয়ারিতে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। তাই  মানসিকভাবে এতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘ডুবো শহর’-এ কাজ করা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। চলচ্চিত্রটিতে কাজ করা আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট। সুতরাং চলচ্চিত্রটির শুটিংয়ের জন্য আগ্রহভরে অপেক্ষা করছি।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন