Select Page

‘অবলা নারী’ সোনিয়া হোসেন

‘অবলা নারী’ সোনিয়া হোসেন

pic-03_189926

সোহানুর রহমান সোহানের পরিচালনায় চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন সোনিয়া হোসেন। মাল্টিমিডিয়া প্রোডাকশন কম্পানি প্রযোজিত ‌‘অবলা নারী’ (ওয়াও বেবি ওয়াও) চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব মুর্তজা আহমেদ।

এই চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আসছেন নতুন মুখ শ্রাবণ খান, মারিয়া ও তুর্কি ইমরান। আরও অভিনয় করছেন নাহিদ, ডিজে সোহেল, ডন, শার্মিন, রিয়া, আজাদ প্রমুখ।

সোনিয়া বর্তমানে কাজ করছেন রাত্রীর যাত্রী ও ইউটার্ন চলচ্চিত্রে।

 


মন্তব্য করুন