Select Page

অবশেষে নিঝুম

অবশেষে নিঝুম

Nijhumনিঝুমের প্রথম ছবি নূর মোহাম্মদ মনির পরিচালনায় ‘কিস্তির জ্বালা’, বিপরীতে নবাগত নায়ক আপন চৌধুরী। ছবিটি নির্মান শেষ হলেও মুক্তি পায় নি। পরবর্তীতে শামীমের পরিচালনায় আরজুর বিপরীতে ‘এক মুঠো স্বপ্ন’ ছবিতে চুক্তিবদ্ধ হলেও শ্যুটিং শুরু হয় নি এখনো। ফলে প্রায় দুই বছর ধরে চলচ্চিত্র জগতে হাটলেও নিঝুমের মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা শূন্য। তবে খুশীর সংবাদ হল আগামী ৩০ আগস্ট জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশী ভালোবাসা যায় না‘ ছবির মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ করবেন নিঝুমকামাল মোহাম্মদ কিবরিয়া প্রযোজিত এবং কিবরিয়া ফিল্মসের ব্যানারে নির্মিত এই  ছবিতে নিঝুমের বিপরীতে আছেন সাইমন। অনেকগুলো ব্যবসাসফল ছবির পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলে নিঝুমের আনন্দটাও একটু বেশী।  এ প্রসঙ্গে নিঝুম বলেন, সত্যি কথা বলতে কি- মনে মনে এমনটাই চেয়েছিলাম। একজন সুখ্যাত পরিচালকের ছবির মধ্য দিয়েই যেন আমার অভিষেক হয়। কারণ, এতে সবার মাঝে বাড়তি আগ্রহ থাকে, ছবিটি অনেক দূর পর্যন্ত পৌঁছে এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আর আমি সেদিক দিয়ে ভাগ্যবান বলা যায়। জাকির হোসেন রাজুর মতো একজন গুণী পরিচালকের হাত দিয়েই আমার শুভ সূচনা হতে চলেছে।’

বর্তমানে এটিএন মুভিজের ব্যানারে আবুল কালাম আজাদের পরিচালনায় ‘অনেক সাধনার পরে’ নামক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিঝুম। অন্যদিকে কিছুদিন পরেই তার প্রথম অভিনীত ছবি কিস্তির জ্বালা মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নিঝুম।

বাংলা মুভি ডেটাবেজ পরিবারের পক্ষ থেকে নিঝুমের জন্য শুভকামনা।

সূত্র: মানবজমিন

 


মন্তব্য করুন