Select Page

অবশেষে ‘বসগিরি’র নায়িকা…

অবশেষে ‘বসগিরি’র নায়িকা…

bossgiri

শামীম আহমেদ রনি কোরবানির ঈদকে উপলক্ষ করে নির্মাণ করছেন ‘বসগিরি’। শাকিব খানের বিপরীতে কে হচ্ছেন এ সিনেমার নায়িকা, তা নিয়ে বেশ তোলপাড় চলছে।

অবশেষে সে প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। ঘোষিত হতে যাচ্ছে নায়িকার নাম।

শনিবার সকালে এক স্ট্যাটাসে নির্মাতা লেখেন, “সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যা ৭টায় ঘোষিত হবে ‘বসগিরি’তে কে হচ্ছেন নায়িকা।”

একবছর আগে চুক্তিবদ্ধ হয়েও সম্প্রতি সিনেমাটি থেকে সরে দাঁড়ান অপু বিশ্বাস। এরপর পূর্ণিমা, কোয়েল মল্লিক, পরী মনি, শ্রাবন্তীর নাম শোনা যায়। একজন নতুন অভিনেত্রীর কথাও এসেছে আলোচনায়।

সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তাতে শাকিবকে একইসঙ্গে মারকুটে ও কমিক অবতারে দেখা গেছে।


মন্তব্য করুন