Select Page

অবশেষে বাংলাদেশের ছবিতে দেব, নাম ‘মিশন সিক্সটিন’

অবশেষে বাংলাদেশের ছবিতে দেব, নাম ‘মিশন সিক্সটিন’

সমসাময়িক ও সিনিয়র-জুনিয়র বেশির ভাগ অভিনেতাই যৌথ প্রযোজনা বা একক প্রযোজনায় বাংলাদেশের বাজারে নিজের ভাগ্য পরীক্ষা করেছেন। এবার সেই মিছিলে শামিল হলেন কলকাতার দেব।

শুক্রবার বাংলাদেশে মুক্তি পেতে পারে দেবের ছবি ‘পাসওয়ার্ড’। এই ছবির প্রচারণার জন্য মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন তিনি। সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছবির আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নেন। সঙ্গে ছিলেন ছবির নায়িকা রুক্মিণী মৈত্র। বাংলাদেশে ছবিটি আমদানি করেছে শাপলা মিডিয়া।

শাপলা মিডিয়া সূত্রের বরাত দিয়ে প্রথম আলো জানায়, বাংলাদেশের সঙ্গে দেবের ছবির নাম ‘মিশন সিক্সটিন’। এটি হবে বড় বাজেটের ছবি। মঙ্গলবার সকালেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। সম্ভাব্য পরিচালকের নাম রাজা চন্দ। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে।

আরও জানা গেছে, ছবিতে দুজন নায়িকা থাকবেন। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। ছবির শুটিং হবে বাংলাদেশ ও থাইল্যান্ডে। আগামী বছর জানুয়ারির মাঝামাঝি ছবির শুটিং শুরু হবে। কারিগরি সব সহযোগিতা নেওয়া হবে ভারত থেকে।

এর আগে শোনা গেছে, দেব বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করবেন। আর সেই ছবির নাম ‘আন্ডারওয়ার্ল্ড’। কিন্তু দেব প্রথম আলোকে জানালেন, তিনি বাংলাদেশে যে ছবিতে অভিনয় করবেন, তার নাম ‘মিশন সিক্সটিন’। আর তা ঘোষণা দেওয়া হবে ‘পাসওয়ার্ড’ ছবির প্রচারণা অনুষ্ঠানেই।


মন্তব্য করুন