অবশেষে শুটিং ফ্লোরে ফিরছেন
আড়াই মাস হলো কোনো সিনেমার শুটিং করেননি মাহি। পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছেন। কখনো স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি, আবার কখনো মধুচন্দ্রিমায় লন্ডন। ভুলে ছিলেন নিজের ক্যারিয়ার। তবে আর নয়। শনিবার ফেসবুকে ‘দ্য এন্ড’ লিখে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
বদিউল আলম খোকনের ‘হারজিৎ‘র মাধ্যমে শুটিং ফ্লোরে ফিরছেন এ নায়িকা। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সজল।
মাহি বলেন, ‘যান্ত্রিক জীবনে ফিরছি। আগামীকাল (১৯ সেপ্টেম্বর) থেকে আবার লাইট, ক্যামেরা, অ্যাকশন। সেই ভোরবেলা উঠে মেকআপ নিয়ে বসতে হবে। আর বাসায় ফিরতে ফিরতে রাত ১২টা। এত দিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে কেমন যেন জড়তা কাজ করছে। জানি না কী হবে! তবে আমার ভক্তদের কাছে দোয়া চাই। আবার আপনাদের মাহি হয়েই যেন আমার প্রত্যাবর্তন ঘটে।’
সূত্র : কালের কণ্ঠ
আশা করছি অনেক ভালো হবে।