Select Page

অবশেষে সিনেমা পেলেন পরী মনি, একদম ‘বিশ্বসুন্দরী’

অবশেষে সিনেমা পেলেন পরী মনি, একদম ‘বিশ্বসুন্দরী’

পরী মনির নামের মতোই সৌন্দর্য নিয়ে কারো দ্বিমত নেই, চরম নিন্দুকও তা স্বীকার করেন। সেই নায়িকা প্রায় দেড় বছর ধরে নেই সিনে ক্যামেরার সামনে। দীপঙ্কর দীপন ও শাকিব খানের সঙ্গে মিটিংয়েও দেখা যায় তাকে। কিন্তু ব্যাট-বলে মিলছিল না। অবশ্য মাঝে ওয়েব ফিল্ম ও বিজ্ঞাপনে দেখা গেলেও মিলছিল না নতুন সিনেমায়।

অবশেষে পরী যুক্ত হলেন সিনেমায়। টেলিভিশনে প্রেমের নাটক বানিয়ে জনপ্রিয়তা পাওয়া চয়নিকা চৌধুরীর নতুন সিনেমার নায়িকা তিনি। আর ছবির নাম একেবারে ‘বিশ্বসুন্দরী’। চেহারা বিচারে পরীই যে নায়িখা হতে পারেন যে কেউ বলবেন। আর বিপরীতে থাকছেন টিভি থেকে আসা সিনে পর্দার হালের ক্রেজ সিয়াম।

বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আসে নায়ক-নায়িকার ঘোষণা। ‘বিশ্বসুন্দরী’তে সিয়াম ও পরী মনির সঙ্গে অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, মনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ।

প্রথম সিনেমা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ করার জন্য অনেক দিন ধরেই সবাই অনুরোধ করছিল। আমি নিজেও চেয়েছি এমন একটি চলচ্চিত্র নির্মাণ করতে, যা সব শ্রেণির দর্শকের মন ছুঁয়ে যাবে। দর্শক হাসবেন, কাঁদবেন, প্রেমের অনুভূতিতে ভাসবেন। কেন জানি এত দিন মনের মতো গল্প পাচ্ছিলাম না। কারণ, এমন কোনো গল্প চেয়েছি, যা ড্রয়িংরুমের দর্শকদের প্রেক্ষাগৃহের দিকে নিয়ে আসতে বাধ্য করবে, সেই সঙ্গে যাঁরা নিয়মিত প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেন, তাদের মনের খোরাকও যাতে জোগাতে পারি। আমার অসংখ্য নাটকের নাট্যকার রুম্মান রশীদ খান। বেশ কিছুদিন আগে তাঁর কাছ থেকে একটি গল্প শোনার পর রীতিমতো আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। তখনই মনে হয়েছে, আমি তো এমন গল্পই আসলে খুঁজছি। দর্শক যেহেতু ভালোবাসার নাটকে আমাকে বেশি পেয়েছে, পছন্দ করেছে, আমি নিজেও যেহেতু ভালোবাসার পূজারি, সুন্দরের পূজারি, তাই গল্পকার আমার প্রথম চলচ্চিত্রের নাম দিয়েছেন “বিশ্বসুন্দরী”।’

পরী মনি বলেন, ‘প্রথম চলচ্চিত্রে যখন আমার নাম ঘোষণা করা হয়, তখন যেমন লেগেছিল, আজও ঠিক তেমনই লাগছে। আমি খুবই নার্ভাস। ভালো চিত্রনাট্যের একটি সিনেমা এটি। আর এখন থেকে ভালো গল্পের চলচ্চিত্র ছাড়া কাজ করব না।’

‘বিশ্বসুন্দরী’ ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। আগামী ঈদের পর ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন চয়নিকা চৌধুরী।


মন্তব্য করুন