Select Page

অবাক কাণ্ড : ৩০ মার্চ মুক্তি পেয়েছে ‘বিজলী’!

অবাক কাণ্ড : ৩০ মার্চ মুক্তি পেয়েছে ‘বিজলী’!

অনেকদিন ধরে শোনা যাচ্ছিল পয়লা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল মুক্তি পাবে ‌‘বিজলী’। এখন শোনা যাচ্ছে এটি পুরনো ছবি। ওইদিন নতুন সিনেমা হিসেবে মুক্তি পাবে ‘একটি সিনেমার গল্প’ ও ‘হৃদয় ছোঁয়া কথা’।

জানা যায়, ‘বিজলী’ ৩০ মার্চ একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল। তাই পয়লা বৈশাখে ছবিটি মুক্তি পাচ্ছে পুরোনো ছবি হিসেবে।

প্রথম আলো জানায়, প্রযোজক সমিতি থেকে নিয়ম আছে, ঈদ উৎসব ছাড়া প্রতি সপ্তাহে প্রেক্ষাগৃহে দুটো করে নতুন ছবি মুক্তি পাবে। তবে নতুন ছবির পাশাপাশি যদি কোনো প্রেক্ষাগৃহে পুরোনো ছবি চালানো হয়, তাতে কোনো বাধা নেই। তাই কৌশলগতভাবে পয়লা বৈশাখের উপলক্ষকে ধরার জন্য পুরোনো ছবি হিসেবে মুক্তি পাচ্ছে ‘বিজলী’।

এ ছবির নায়িকা ও প্রযোজক ববি বলেন, ‘গত ৩০ মার্চ ‘বিজলী’ ছবিটি ঢাকার বাইরের একটি হলে মুক্তি দিয়েছিলাম। ফলে পয়লা বৈশাখে নতুন দুটি ছবির সঙ্গে ‘বিজলী’ মুক্তিতে কোনো নীতিগত বাধা নেই।’

উল্লেখ্য, গত ৩০ মার্চ নীলফামারীর জনতা সিনেমা হলে এই ছবি নতুন সিনেমা হিসেবে মুক্তি পায়।

‘বিজলী’ শতাধিক হলে মুক্তি পাবে বলে জানান ববি।

সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।


মন্তব্য করুন