Select Page

‘আজিজ ভাই, আপনি এফডিসিতে ফিরে আসুন’

‘আজিজ ভাই, আপনি এফডিসিতে ফিরে আসুন’

যৌথ প্রযোজনার অনিয়ম নিয়ে সরব তারকাদের মধ্যে প্রথম সারিতেই আছেন মিশা সওদাগর। স্বভাবত জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধে যায় তাদের আন্দোলন। এ কারণে আব্দুল আজিজের সঙ্গে মিডিয়া বাহাসও হয় মিশার। এবার সেই খলনায়কই এফডিসিতে আমন্ত্রণ জানালেন আজিজকে।

মুক্তি-প্রতীক্ষিত ছবি ‘বিজলী’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার এ কথা বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।  সিনেমাটির পরিবেশকও জাজ।

ওইদিন ছিল আব্দুল আজিজের জন্মদিন। সংবাদ সম্মেলনে তাকে শুভেচ্ছা জানান মিশা সওদাগর, ‘আজিজ ভাই, আপনার হাত ধরে এ দেশে ডিজিটাল চলচ্চিত্র যাত্রা শুরু করেছিল। শুধু চলচ্চিত্রশিল্পকে ভালোবেসে এত বড় কাজ করলেন আপনি, অথচ এফডিসির মূলধারার কয়েকটা মানুষ আপনার ওপর অভিমান করে বসে থাকবে, এটা হতে পারে না।’

তিনি বললেন, ‘আজিজ ভাই, আপনি এফডিসিতে ফিরে আসুন। আপনি তাদের নিয়ে শক্তভাবে এগিয়ে যান। আপনি একজন শিল্পমনা মানুষ। এফডিসিকে বুকে নিয়ে কাজ করুন। ছোট হবেন না, বরং বড় হবেন।’

মিশা আরও বলেন, ‘এফডিসি ও আপনি এক হয়ে যান। আর দেরি করবেন না। চলচ্চিত্রের মানুষেরা অনেক কিছু চায় না। তাদের জন্য ডিজিটাল প্রজেকশন মেশিনের দাম একটু কমিয়ে দিন। টিকিটের টাকাও একটু কমিয়ে দিন। আপনি শিল্পকে ভালোবাসা একজন মানুষ। একটু ছাড় দিন, এ দেশের চলচ্চিত্রে আপনি রাজা হয়ে থাকবেন, আজিজ ভাই।’

কিছুদিন আগে পালিত হয় জাতীয় চলচ্চিত্র দিবস। ওইদিন তথ্য মন্ত্রণালয়-এফডিসি ও চলচ্চিত্র পরিবার আলাদাভাবে দিনটি পালন করে। জাজের কর্ণধার ও কলা-কুশলীরা যোগ দেন এফডিসির আয়োজনে।

সূত্র : প্রথম আলো


মন্তব্য করুন