Select Page

অভিনেতা পরিচয়ে থাকতে চান অমিত

অভিনেতা পরিচয়ে থাকতে চান অমিত

image_1279_357901একের পর এক চলচ্চিত্রে ভিলেন চরিত্রে অভিনয় করছেন অমিত হাসান। তারপরও নিজেকে ভিলেন ভাবতে অসহ্য লাগে তার। বরং, অভিনেতা পরিচয়ে স্বাচ্ছদ্য বোধ করেন।

নব্বইয়ের দশকে নতুন মুখের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা এই তারকা চলচ্চিত্রের হাজারো উত্থান-পতনের সঙ্গী। কিন্তু একই অবস্থানে ধরে রেখেছেন নিজেকে।  কখনো একক নায়ক হিসেবে পর্দা কাঁপিয়েছেন আবার কখনো প্যারালাল চরিত্রে অন্য নায়কদের সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু প্রতিবারই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

আগের তিনটি জেনারেশন পার করে অমিত হাসান এখন কাজ করছেন চতুর্থ জেনারেশনের সঙ্গে কাজ করছেন। আর এই জেনারেশনের প্রতিনিধিত্ব করতে চলেছেন বাপ্পী, সাইমন, আরেফিন শুভরা। প্রত্যেকের সঙ্গেই কাজ করছেন অমিত হাসান। অভিজ্ঞতটাও হচ্ছে দারুণ।

সম্প্রতি প্রথাগত নায়কের বাইরে অভিনয় করে শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ ও ‘অন্য রকম ভালোবাসা‘ ছবি দুটিতে অমিতের অভিনয় সমালোচকদেরও নজর কেড়েছে।

 কাল মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘প্রেম প্রেম পাগলামী‘। সাফি উদ্দীন সাফি পরিচালিত ছবিটিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি নতুন কিছু ছবির কাজ শুরু করেছেন অমিত হাসান। এর মধ্যে অন্যতম মনতাজুর রহমান আকবরের ‘ভালোবেসে দিওয়ানা’ ছবিটা।  এই ছবিতে তিনি গ্রামের চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে তার ট্রেন্ড অনুয়ায়ী স্বভাবতই চরিত্রটি নেতিবাচক।

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন