Select Page

আরণ্যক নাট্যদলের অভিনয় ও ডিজাইন বিষয়ক কর্মশালা

আরণ্যক নাট্যদলের অভিনয় ও ডিজাইন বিষয়ক কর্মশালা

আরণ্যক নাট্যদলের অভিনয় ও ডিজাইন বিষয়ক কর্মশালা ২০১৭

আরণ্যক নাট্যদলের এর স্কু‌লিং প্রোগ্রাম ‘আরণ্যক থি‌য়েটার পাঠশালা’ তিনমাস ব্যাপী অভিনয় ও ডিজাইন বিষয়ক কর্মশালা ২০১৭ এর কার্যক্রম শুরু করেছে। এই কর্মশালায় অভিনয় এবং ডিজাইন (সেট, লাইট, মিউজিক, ক‌স্টিউম, প্রপস) বিষ‌য়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্র‌শিক্ষণ দেবেন দেশব‌রেণ্য নাট্যজন ও বি‌ভিন্ন বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষকরা। 

শাহবা‌গের পাঠক সমা‌বে‌শ, বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডে‌মির চি‌লে‌কোঠা ও আরণ্যক নাট্যদ‌লের অফিস ১৭/২ নিউ ইস্কাটন রোড, মগবাজারে কর্মশালায় ভ‌র্তির ফরম পাওয়া যা‌চ্ছে। ফরম সংগ্রহ ও জমাদা‌নের শেষ তা‌রিখ ২৩ মার্চ ২০১৭। ফরম সংগ্রহ ও জমাদা‌নের প্র‌ক্রিয়া শেষ হ‌লে আবেদনকারীদের সাক্ষাৎকা‌রের জন্য ডাকা হ‌বে। সাক্ষাৎকা‌রে যারা ভর্তির যোগ্য ব‌লে বি‌বে‌চিত হ‌বেন তা‌দের‌কে কর্মশালা ফি পরিশোধ করে ভ‌র্তি হ‌তে হ‌বে।

কর্মশালা সফলভা‌বে সম্পন্ন করার পর অংশগ্রহণকারী‌দের দি‌য়ে এক‌টি নাটক মঞ্চায়ন করা‌নো হ‌বে এবং সনদপত্র প্রদান করা হ‌বে। যারা ভা‌লো দক্ষতা প্রদর্শন কর‌তে পার‌বে তা‌দের‌ আরণ্যক নাট্যদ‌লের সঙ্গে কাজ করার সু‌যোগ দেওয়া হ‌বে।

এছাড়াও এ সম্প‌র্কিত বিস্তা‌রিত তথ্য জান‌তে ০১৭১৪০১৯৬৯৯ ও ০১৭১৮৭৫৯৭৫৪ নাম্বারে যোগা‌যোগ করা যা‌বে।


মন্তব্য করুন