Select Page

অভিযোগের জবাব যা বললেন মাহি

অভিযোগের জবাব যা বললেন মাহি

মাহির বিরুদ্ধে অভিযোগ করেছে প্রযোজক তাপসী ঠাকুর। ‘মনে রেখো’ ছবির জন্য শিডিউল দিচ্ছেন না মাহি- পরিচালক সমিতির কাছে এমন অভিযোগ করেন তিনি। এর জবাবে পূর্ব-পশ্চিম ডট অনলাইনের কাছে পাল্টা অভিযোগ করেছেন এ নায়িকা।

মাহি বলেন, একটা ছবির জন্য আমরা সাধারণত ৩৫ দিন সময় দিই। কিন্তু, এই ‘মনে রেখো’ ছবির জন্য আমি টানা ৪৫ দিন কাজ করেছি। অতিরিক্ত যত দিন এই ছবির শুটিং করেছি, সেই সময়টা তো অন্য ছবির জন্য ছিলো। আমি তাদেরকে বুঝিয়-শুনিয়ে এই ছবির কাজ করেছিলাম। এখন তাদের ছবির কাজও তো আমায় করতে হবে। নাহলে তো তারাও আমার বিরুদ্ধে অভিযোগ করবে। তাহলে আমার কি করার আছে?

মাহি বলেন, ‘মনে রেখো’ ছবির টিম যদি অতিরিক্ত ১০ দিন সময় বেশি নিয়েও শুটিং শেষ করতে না পারে, সেখানে আমার উপর দোষ চাপানো হবে কেন? তারা এখন আবার আমার কাছে আরো ১৫ দিন সময় চাচ্ছে। এটা তো সম্ভব না।

অন্য একটি অনলাইনকে তিনি জানান, বিদেশি লোকেশনে চিত্রায়নের কথা বললেও তা হয়নি। এখন হুট করে অন্য সিনেমার স্থলে শিডিউল চাওয়া হচ্ছে। অথচ আগের শিডিউলে মাহিকে ১৪দিন বসে থাকতে হয়েছিল।

পরিচালক সমিতির এই সিদ্ধান্তের ব্যাপারে কি পদক্ষেপ নিবেন? এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, আগে আমার কাছে কাগজপত্র আসুক। তারপর আমি তাদের সঙ্গে কথা বলব এবং বিষয়টির সমাধান করব।

প্রসঙ্গত, ‘মনে রেখো’  ছবিতে মাহির বিরুদ্ধে অভিনয় করেছেন কলকাতার বনি সেনগুপ্ত।

 


মন্তব্য করুন