Select Page

অমূল্য ফ্রেম

অমূল্য ফ্রেম

image_46911কান ফেস্টিভ্যালের নিজস্ব ওয়েবসাইটে তার ছবি পাওয় যায় নি। লাল গালিচা সংবর্ধনার ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে আসে নি। কিন্তু আমন্ত্রণ পেয়েই তো উৎসবে যোগদান করেছেন।

আমাদের দেশের শীর্ষ অভিনেত্রী জয়া আহসান এবারের উৎসবে যোগদান আমাদের চলচ্চিত্রের জন্য বাড়তি পাওনাই বটে। একই সাথে জয়ার চলচ্চিত্র ক্যারিয়ারের জন্যও অনেক বড় ঘটনা।

যদিও রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছাড়া এখন অব্দি তার কোনো কমার্শিয়াল চলচ্চিত্রের তালিকা খুব একটা লম্বা হয়নি।

তাই জয়ার এই ছবিটি অবশ্যই আমাদের চলচ্চিত্রের জন্য অন্যতম সুখবরের একটি ছবিই বটে!

জয়ার ব্যক্তিগত সংগ্রহের জন্যও এটি অমূল্য একটি ফ্রেম বলা যেতেই পারে।

সুত্র: দৈনিক ইত্তেফাক


১ টি মন্তব্য

মন্তব্য করুন