Select Page

অস্কারই ছিল ‘খাঁচা’ মুক্তির তাড়াহুড়োর কারণ

অস্কারই ছিল ‘খাঁচা’ মুক্তির তাড়াহুড়োর কারণ

স্বভাব মতোই প্রচারণা ছাড়াই আকরাম খানের ‘খাঁচা’ মুক্তি দেয় ইমপ্রেস টেলিফিল্ম। বছরের অন্যতম সিনেমাটির এ হালের কারণে সমালোচনার শিকার হন প্রযোজক।

তবে এ পেছনে একটা কারণও আছে। অস্কারে বিদেশি ভাষার সিনেমা শাখায় মনোনয়নের দৌড়ে সামিল হওয়া। অবশেষে তাই হলো।

বাছাইয়ে ‘খাঁচা’র নির্বাচিত হওয়ার খবরটি মানবজমিনকে নিশ্চিত করেছেন বাংলাদেশে অস্কারের জন্য ছবি বাছাই কমিটির সদস্য খ্যাতিমান চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু।

তিনি বলেন, এবারের আসরের জন্য বেশ কয়েকটি ছবি থেকে ‘খাঁচা’ অস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।

‘খাঁচা’য় অভিনয় করেছেন জয়া আহসান, চাঁদনী, আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, আকরাম খান, সাদিকা রহমান, মামুনুর রশীদ, মাহবুবা  রেজানুর প্রমুখ। হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে ‘খাঁচা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আজাদ আবুল কালাম ও আকরাম খান।

এদিকে মনোনয়নের জন্য ছবি জমা দেওয়ার শেষ সময় ছিল ২০ সেপ্টেম্বর। তবে ‘খাঁচা’ মুক্তি পায় ২২ সেপ্টেম্বর।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares