Select Page

‘অস্তিত্ব’র ফার্স্টলুকে জমকালো শুভ-তিশা

‘অস্তিত্ব’র ফার্স্টলুকে জমকালো শুভ-তিশা

10409255_10201126834650745_7294630717065235145_n

অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ সিনেমাটি তার আগের নির্মাণ থেকে অনেকটা আলাদা। তাই দর্শক আগ্রহেরও শেষ নেই। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্টলুক।

টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের স্টার ওয়ার্ল্ড অনুষ্ঠানে ফার্স্টলুকটি প্রকাশ হয় সম্প্রতি। অনুষ্ঠান সংশ্লিষ্ট একজনের ইউটিউব চ্যানেলের সূত্র ধরে অনলাইন ফার্স্টলুকটি ছড়িয়ে পড়ে শনিবার। তাতে দর্শকের ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

দর্শকরা জানেন ‘অস্তিত্বে’ অভিনয় করেছেন আরিফিন শুভনুসরাত ইমরোজ তিশা। ছবির একটি গানে কণ্ঠও দিয়েছেন তারা। ফার্স্টলুক মূলত ওই গানকে প্রাধান্য দিয়ে সাজানো। এ ছাড়া দেখা গেছে কিছু অ্যাকশন দৃশ্য এবং নিঝুম রুবিনা ও সুচরিতাকে।

বেশ জমকালো আয়োজনে গানটির চিত্রায়ন হয়েছে। তিশাকে এমন গানে আগে দেখা যায়নি। আগে প্রকাশিত ছবি ও এ ভিডিওর সূত্র ধরে বলা যায়, সিনেমাটিতে শুভ-তিশার চরিত্রে কিছু বাঁক রয়েছে।

ঢাকা, সিলেট, ভোলা, কক্সবাজার ঘুরে ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। চলছে পরবর্তী কাজ। অনন্য মামুন জানান, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘অস্তিত্ব’র প্রচারণা। মুক্তিতে থাকবে চমক।

https://www.youtube.com/watch?v=DlKMP23V_hc&feature=youtu.be


মন্তব্য করুন