Select Page

‘অস্তিত্ব’ সিক্যুয়ালে অভিনয় করছেন কারা?

‘অস্তিত্ব’ সিক্যুয়ালে অভিনয় করছেন কারা?

অস্তিত্ব ২ ছবিতে থাকবেন শুভ ও তিশা?

চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব‘। অটিস্টিক আক্রান্তদের কাহিনীতে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেন আরিফিন শুভনুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি নির্মাতা সিক্যুয়ালের ঘোষণা দিয়েছেন। প্রশ্ন উঠেছে কারা করছেন ‘অস্তিত্ব টু’?

বৃহস্পতিবার ফেসবুকে অনন্য মামুন লেখেন, ‘অস্তিত্ব সিনেমার জন্য জীবনের অনেক কিছু হারিয়েছি। অনেক কিছু পেয়েছি যা টাকা দিয়ে পাওয়া সম্ভব না। নিউজ হলো অস্তিত্ব-২ শুরু করবো আগামী জানুয়ারিতে।’

এ ঘোষণার পরপরই স্ট্যাটাসটিতে লাইক ও মন্তব্যের ঝড় বয়ে যায়। যার বেশির ভাগ অংশই ছিল সিনেমাটির কাস্টিং নিয়ে।

নায়ক হিসেবে সবাই চাচ্ছেন শুভকে। তিশার পক্ষেও বেশির ভাগের রায়। তবে পরিচালকের চূড়ান্ত ঘোষণার আগে কিছুই বলা যাচ্ছে না।

সিনেমার কাহিনীতে মতে, জটিল রোগে আক্রান্ত শুভ মৃত্যুর মুখোমুখি। তাকে পাশে থাকেন অটিজম থেকে অনেকটা স্বাভাবিক হয়ে উঠা তিশা।

বর্তমানে অনন্য ব্যস্ত আছেন ‘আমি তোমার হতে চাই’ সিনেমার নির্মাণ পরবর্তী কাজে। এছাড়া ঘোষণা দিয়েছিলেন ‘আমার কলিজা’সহ আরেকটি সিনেমার। পাশাপাশি নির্মাণ করে যাচ্ছেন মিউজিক ভিডিও।


মন্তব্য করুন