Select Page

অস্ত্র : শুভর বিপরীতে শার্লিনকে চান পরিচালক

অস্ত্র : শুভর বিপরীতে শার্লিনকে চান পরিচালক

বাণিজ্যিক ধারার সফল নির্মাতা শাহীন সুমন। ‘অস্ত্র’ শিরোনামের নতুন একটি সিনেমার পরিকল্পনা কষছেন তিনি। এ ছবিতে অভিনয় নায়ক হিসেবে চান আরিফিন শুভকে। আর নায়িকা করতে চান শার্লিন হোসেনকে।

গণমাধ্যমকে শাহীন সুমন জানান, ইতোমধ্যে শুভর সঙ্গে কথা হয়েছে। কথাবার্তা চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন এ নায়ক।

নায়িকা হিসেবে মডেল শার্লিন হোসেনকে নেওয়া হতে পারে। আপাতত এমনটাই জানা গেছে। তিনি হাবিব ওয়াহিদের গানের মডেল হয়ে আলোচনায় এসেছিলেন।

এছাড়া ‘অস্ত্র’ ছবিতে অভিনয় করবেন মডেল খালেদ হোসাইন সুজন। তিনি এর আগে কুসুম শিকদারের নেশা গানের মডেল হয়ে আলোচনায় এসেছিলেন, পাশাপাশি সুজন বিলবোর্ড মডেল হিসেবেও পরিচিত মুখ।

‘অস্ত্র’র গল্প লিখছেন আবদুল্লাহ জহির বাবু। এটি হতে যাচ্ছে শাহীন সুমন পরিচালিত ৪৯তম সিনেমা।


মন্তব্য করুন