Select Page

আইটেম গানে ফিরলেন বিপাশা

আইটেম গানে ফিরলেন বিপাশা

bipasha-kobir

যদিও প্রথমদিকের রমরমা অবস্থা এখন আর নেই, তারপরও ঢালিউডে আইটেম গানের কুইন বলা হয় বিপাশা কবিরকে। এবার নতুন একটি আইটেম গান নিয়ে ফিরছেন।

প্রায় ১০ মাস পর আইটেম কন্যা হিসেবে দেখা দিলেন বিপাশা। সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ ছবির একটি গানের সঙ্গে নাচলেন তিনি।

বিপাশা কবির প্রথম আলোকে বলেন, ‘সিনেমাটির নায়িকা মিষ্টি জান্নাত আমার ভালো বন্ধু। ছবিটি তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে। তার অনুরোধ ফেলতে পারলাম না।’

আরো জানান, যাত্রার ধাঁচে আইটেম গানটি করা হয়েছে। উপস্থাপনটাও ভিন্ন। গ্রাম্য একটি মেলার মধ্যে যাত্রা হচ্ছে। সেই যাত্রাপালায় আইটেম গানের সঙ্গে নেচেছেন তিনি।

জুনের শেষ সপ্তাহে পুবাইলের লোকেশনে গানটির শুটিং শেষ হয়েছে।

সবশেষ ‘রাজাবাবু’ ছবিতে আইটেম কন্যা হিসেবে নেচেছিলেন বিপাশা কবির। এরপর একক নায়িকা হিসেবে যাত্রা শুরুর পর আইটেম গানে আর না নাচার সিদ্ধান্ত নেন। সেই সময় আরো বলেছিলেন, নায়িকা হিসেবে কাজের পাশাপাশি বছরে একটা-দুটো ছবিতে ভালো পরিচালক, ভালো প্রযোজনা প্রতিষ্ঠান, ভালো গানের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে।


মন্তব্য করুন