Select Page

ঈদে কী কিনলেন শাকিব?

ঈদে কী কিনলেন শাকিব?

shakib-bossgiri

ঈদুল ফিতরের ৪ সিনেমার ৩টিতেই অভিনয় করেছেন শাকিব খান। বরাবরের মতো টেনশনের পাশাপাশি আনন্দ তারই বেশি।

ভক্তদের জিজ্ঞাসা ঈদ উৎসবে সবাই কিছু না কিছু কেনাকাটা করেন। শাকিব কী করলেন? তিনি নতুন গাড়ি কিনেছেন।

শাকিব জানান, দীর্ঘদিন ধরে ব্যবহার করা ক্রাউন ব্র্যান্ডের গাড়িটি বদলে ব্যবহার করছেন সাদা রঙের একটি প্রাডো।

এবার ঈদে এটই নাকি তার শপিং!

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন