Select Page

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি জাজের

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি জাজের

নৃত্য পরিচালক বিভাগে ‘নিয়তি’র জাতীয় পুরস্কার প্রাপ্তির বিতর্ককে কেন্দ্র করে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিল জাজ মাল্টিমিডিয়া। তারা জানিয়েছে সিনেমাটিকে জাজের দাবি করা হলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানটির সিইও’র স্বাক্ষর যুক্ত এক চিঠিতে এ দাবি তোলা হয়। যদিও নতুন বিতর্কের আগে সবাই ছবিটিতে জাজ প্রযোজিত ও পরিবেশিত জানত। আর সিনেমাটিতে লগ্নি করে কলকাতা এসকে মুভিজও।

শোনা যাচ্ছে, ইতোমধ্যে এক সাংবাদিককে আইন নোটিশ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

দেখা যাক কী আছে কেউ চিঠিতে—

প্রেস বিজ্ঞপ্তি

সকলের অবগতির জন্য জানাতে চাই, জাজ মাল্টিমিডিয়া একটি স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা, পরিবেশক প্রতিষ্ঠান। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও নৃত্য পরিচালক হাবিবকে কেন্দ্র করে কোনো কোনো মহল উদ্দেশ্যমূলকভাবে জাজ মাল্টিমিডিয়ার সুনাম ক্ষুন্ন করার লক্ষে মিথ্যাচার করছে। নিয়তি চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান এ, এইচ, খান এন্টারটেইনমেন্ট যাহার স্বত্তাধিকারী জনাব আনিসুর রহমান। উল্লেখ করতে চাই জাজ মাল্টিমিডিয়া নিয়তি চলচ্চিত্রটির পরিবেশক মাত্র। নিয়ম অনুযায়ী জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর জন্য প্রযোজনা প্রতিষ্ঠান আবেদন করে। তাই এই চলচ্চিত্রের তথ্যগত কোনো ভুলের দায় জাজ মাল্টিমিডিয়ার উপর বর্তায় না।

অতএব, আমরা এই মিথ্যাচারের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট মহলকে জাজ মাল্টিমিডিয়াকে জড়িয়ে সকল ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য আহব্বান জানাচ্ছি, অন্যথায় জাজ মাল্টিমিডিয়া আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

নিবেদক

জাজ মাল্টিমিডিয়া।


মন্তব্য করুন