Select Page

আইরিনের হাফ ডজন

আইরিনের হাফ ডজন

71447_e7সাধারণত কোন নতুন নায়িকা অথবা নায়ককে নতুন ছবিতে অভিনয়ের জন্য প্রথম ছবির দর্শক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হয়। অথচ নবাগতা নায়িকা আইরিনের বেলায় দেখা গেছে ব্যতিক্রম। র‌্যাম্প থেকে আসা এই তারকা একে একে হাফডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। এরমধ্যে কয়েকটি ছবির শুটিংও শেষ করে ফেলেছেন।

জানা গেছে, আইরিন অভিনীত প্রথম ছবি মুক্তি পাচ্ছে আসছে ঈদে। ছবির নাম ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এ ছবিতে আইরিনের নায়ক হিসেবে আছেন আরেফিন শুভ

এছাড়া এরমধ্যে আরো কয়েকটি ছবির শুটিংও শেষ করে ফেলেছেন। সম্প্রতি বান্দরবান থেকে শুটিং করে এসেছেন সাইফ চন্দনের পরিচালনায় ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির। এছাড়া এর মধ্যে ডাবিং শেষ করেছেন ‘সেই তুমি’ ছবির। এ দুটি ছবিতেই আইরিনের নায়ক আরজু

আইরিন অভিনীত অন্য ছবিগুলো হলো ‘এ কেমন প্রেমের গল্প’, ‘প্রিয়তমা তুমি দাঁড়ি আমি কমা’, ‘অচেনা ভালোবাসা’সহ আরও কয়েকটি।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন