Select Page

আইয়ুব বাচ্চুর লাইভ গিটার শো

আইয়ুব বাচ্চুর লাইভ গিটার শো

জনপ্রিয় গিটারিস্টরা বিভিন্ন সময়ে লাইভ কনসার্টে গিটার বাজিয়ে শোনান। দেশের বাহিরে এ ধরনের অনেক শো আয়োজন করা হলেও বাংলাদেশে গিটার শো বেশ কম আয়োজন করা হয়। সাধারণত কনসার্টের মাঝেই গিটারিস্টরা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। এবার আইয়ুব বাচ্চু আসছেন লাইভ গিটার শো-তে। 

‘সাউন্ড অব সাইলেন্স’ শিরোনামে এই গিটার শো আগামী ২৪ মার্চ ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দুই ঘন্টা গিটার বাজিয়ে শোনাবেন আইয়ুব বাচ্চু। খবর প্রথম আলো

গিটারের পাশাপাশি অনুষ্ঠানে আসা দর্শকেরা আইয়ুব বাচ্চুর কণ্ঠে জিমি হেনড্রিক্স ও ডিপ পার্পলের দুটি গান শুনতে পাবেন।

অনুষ্ঠানটি আয়োজন করেছে উইজার্ড শোবিজ, ডিজে প্রো ও এবি কিচেন।


Leave a reply