Select Page

আকাশছোঁয়ার সাত বছর

আকাশছোঁয়ার সাত বছর

Riaz_and_Purnima_in_rehearsal_the_set_of_'Akash_Chhoa_Bhalobasa'_2007

এক দশকের ঢালিউড রোমান্টিক সিনেমার কথা আসলে দুটি সিনেমার কথা বলতেই হয়। রিয়াজপূর্ণিমা জুটির ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’। সিনেমা দুটি পরিচালনা করেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা এস এ হক অলিক

শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে অলিক জানান ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ মুক্তির ৭ বছর পূর্ণ করেছে। ২০০৮ সালের ২৪ অক্টোবর সিনেমাটি মুক্তি পেয়েছিল।

তিনি লিখেন, ‘আজ সেই ২৪ অক্টোবর, সাত বছর আগে ২৪ অক্টোবর আপনাদের কাছে থেকে আকাশ ছোঁয়া ভালবাসা পেয়েছিলাম। আজো ভুলতে পারি না আপনাদের সেই আকাশ ছোঁয়া ভালবাসার কথা। আজকের দিনে মনে পড়ছে আকাশ ছোঁয়া ভালবাসা ছবির সকল কলা-কুশলী ও শিল্পীদের কথা। তোমাদের জন্য সারাজীবন আমার আকাশ ছোঁয়া ভালবাসা থাকবে।’

সিনেমাটির নায়ক রিয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। এ প্রসঙ্গে লিখেন, ‘যার কথা কখনই ভুলতে পারব না সে হল এই ছবির হিরো রিয়াজ ভাই। খুব কষ্ট পেয়েছিলাম যখন শুনলাম রিয়াজ ভাই অসুস্থ। আল্লাহ্‌র রহমতে রিয়াজ ভাই সুস্থ হয়েছেন। সবাই রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করবেন।’

সিডি কাভারে 'আকাশছোঁয়া ভালোবাসা'

সিডি কাভারে ‘আকাশছোঁয়া ভালোবাসা’

রোমান্টিক-কমেডিধর্মী সিনেমাটির কাহিনীতে দেখা যায়, কয়েক যুগ আগে নির্মিত একটি বিশাল বাড়ি, নাম মিয়া বাড়ি। এই বাড়ীর কর্তা মীর আমজাদ আলী তার আদরের একমাত্র ছোট বোন মিনু একজন অমুসলিম অ্যালবার্ড ডেভিড কে ভালোবেসে বিয়ে করে। পরে অ্যালবার্ড ইসলাম ধর্ম গ্রহন করলেও এই বাড়িতে ঠাই হয়নি তাদের। মীর সাহেবের মায়ের শততম জন্মবার্ষিকী উৎসব শেষে বাড়িতে হঠাৎ এক আগুন্তকের প্রবেশ, ভিতরে এসে মীর সাহেবের মায়ের হাতে কেক কাটিয়ে জন্মদিনের উইস করে। কিছুক্ষণ মজা করা শেষে তার পরিচয় দেয় সে মীর সাহেবের ছোট বোন মিনুর ছেলে আকাশ। মীর সাহেব উত্তেজিত হয়ে উঠলে তার মা তাকে বুঝিয়ে বলে আকাশকে ভিতরে নিয়ে যায়। দুষ্টুমির করতে গিয়ে মীর সাহেবের মেয়ে ছোঁয়া এক সময় আকাশের প্রতি দুর্বল হয়ে পড়ে, এতে করে ওদের সম্পর্ক ভালোবাসায় দানা বাঁধে। যেই মীর সাহেবের বাবা মীর আফছার আলী তার একমাত্র আদরের ছোটবোন মিনুকে ভালবাসার দায়ে এই মীর বাড়ি থেকে বিতাড়িত করেছিল। এবার নিজের মেয়ের বেলায় কি করবেন তিনি? আকাশ-ছোঁয়ার মিষ্টি প্রেমের চাওয়া-পাওয়া, মীর বাড়ীর ঐতিহ্য, সমাজ-সংসার, প্রভাব প্রতিপত্তি আর হাসি-কান্নার জীবন ছবিকে কেন্দ্র করেই এগিয়ে গেছে কাহিনী।

জনপ্রিয় গান 'হাওয়ায় হাওয়ায় দোলনা দুলে'র একটি দৃশ্য

জনপ্রিয় গান ‘হাওয়ায় হাওয়ায় দোলনা দুলে’র একটি দৃশ্য

অলিকের প্রথম সিনেমা ‘হৃদয়ে কথা’র মতো এ সিনেমার জনপ্রিয়তায় কাজ করে চমৎকার কিছু গান। যার সুর ও সঙ্গীত করেন এস আই টুটুলহাবিব ওয়াহিদ

চলতি বছর মুক্তি পেয়েছে অলিকের তৃতীয় সিনেমা ‘আরো ভালবাসবো তোমায়‘। মুক্তির অপেক্ষায় আছে ‘এক পৃথিবী প্রেম‘।

 

 


মন্তব্য করুন