Select Page

‘আকাশ জুড়ে’ হাবিব ওয়াহিদ

‘আকাশ জুড়ে’ হাবিব ওয়াহিদ

habib-wahid

‘আকাশ জুড়ে তোমার একটা ছবি দেখতে পাই, সকাল দুপুর রাএি বিকেল আকাশে তাকাই’— এসএ হক অলিকের কথায় নিজের সুর ও সংগীতায়োজন গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। ‘এক পৃথিবী প্রেম’ ছবির গানটি ইউটিউবে প্রকাশ হয় শনিবার।

বেশ আগেই গানটি করেন হাবিব। সিনেমার প্রচারণার সুবিধার্থে প্রকাশ হলো সম্প্রতি। ‘আকাশ জুড়ে’তে চমৎকার সেট ও লোকেশনে অভিনয় করেছেন নবাগত নায়ক আসিফ নূরআইরিন

এসএ হক অলীকের ‘এক পৃথিবীর প্রেমে’ ছয়টি গান থাকছে। এর মধ্যে একটি করে গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ও কুমার বিশ্বজিৎ। আরেকটিতে মিলন মাহমুদ ও পড়শী। সংগীত পরিচালক হিসেবে থাকছেন হাবিব, হৃদয় খান ও ইমন সাহা।

এছাড়া চলতি বছরে ‘মন জানে না মনের ঠিকানা’য় শোনা গেছে হাবিবকে।


মন্তব্য করুন