Select Page

আগস্টজুড়ে জমজমাট বড়পর্দা

আগস্টজুড়ে জমজমাট বড়পর্দা

11061973_777132392382720_2225157339040521410_o

আগস্ট মাসে মুক্তি পাচ্ছে আসছে বড় বাজেট ও কাস্টিংয়ের পাঁচ চলচ্চিত্র। এ তালিকায় আছে ‘আরো ভালবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘ব্ল্যাকমানি’, ‌‘ব্ল্যাকমেইল’ ও ‘দ্য স্টোরি অব সামারা’। দুটি করে চলচ্চিত্রে দেখা যাবে পরী মনি, ববিমৌসুমী হামিদকে। কামব্যাক করছেন কেয়া। আরো আছেন শাকিব খান, আনিসুর রহমান মিলন, সাইমনবাপ্পী চৌধুরী। অবশেষে আলোর মুখ দেখছে রিকিয়া মাসুদোর আলোচিত সিনেমা ‘দ্য স্টোরি অব সামারা’। মুক্তি পাবে একটি কলকাতার সিনেমাও।

৭ আগস্ট শুধু ‘ব্ল্যাকমানি’র

কেয়া, সাইমন ও মৌসুমী হামিদকে নিয়ে সফল পরিচালক সাফিউদ্দিন সাফি নির্মাণ করছেন ‘ব্ল্যাক মানি’। মূলত কালো টাকার মালিকদের অবৈধ অর্থ এবং সে টাকার উৎস নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। থাকছে শ্রুতিমধুর গান ও চোখ ধাঁধানো অ্যাকশন।

সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। প্রযোজনা করেছে ‘মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া’। ছবিতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেহানা জলি, রেবেকা, আফজাল শরীফ এবং চিত্রনায়ক রুবেল।

কবির বকুলের কথায় ব্ল্যাক মানি ছবির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও কিশোর।

অবশেষে ‘আরো ভালবাসবো তোমায়’

ঈদুল ফিতরে মুক্তির কথা ছিল শাকিব-পরীমনি অভিনীত এ সিনেমার। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। এসএ হক অলিকের সিনেমাটি নানা কারণে আলোচনায় আছে। এটি মুক্তি পাবে ১৪ আগস্ট।

শুটিংয়ের জন্য সারাক্ষণই ব্যস্ত থাকতে হয় শাকিব খানকে। সুপারস্টার শাকিব খান তাই বলতে গেলে অমাবস্যার চাঁদ। এদিকে এক সাধারণ মেয়ে প্রেমে পড়ে যায় তার। নাম তার পরী। শাকিবের সঙ্গে পরীর কথা হয় শুধু ফোনেই। ফোনে কথা বলতে বলতেই পরিচয় আরো গাঢ় হয় শাকিব আর পরীর। শাকিব অবশ্য কখনো দেখেনি পরীকে। একদিন শাকিব বেশ জোর করেই পরীর সঙ্গে দেখা করতে চায়। পরী তাকে সিলেট চলে আসতে বলে। কিস্তু শর্ত হলো শাকিবকে আসতে হবে সাধারণ মানুষের মতো, সুপারস্টার হিসেবে নয়। এতে রাজি হয়ে যায় শাকিব। ফোনে কথা বলা শেষ করে শাকিব সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এমন কাহিনী নিয়ে নির্মিত ‘আরো ভালবাসবো তোমায়’ সিনেমায় আরো অভিনয় করেছেন সোহেল রানা, চম্পা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন ববি। ছবির গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, হাবিব, হৃদয় খান, কোনাল, কিশোর, ইমরান ও লেমিস। ছবিটির সবগুলো গানের কথা লিখেছেন পরিচালক অলীক নিজে। একটি গান লিখেছেন কবির বকুল।

‌’ব্ল্যাকমেইল’ থাকছে কি

অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, ববি ও মিলন। যদিও প্রথম দিকে এ ছবিতে কোলকাতার সোহম ও ঢাকার মিমের অভিনয় করার কথা ছিল।

ব্ল্যাকমেইল’ ছবির গল্পে দেখা যায়- অরিন (ববি) ও মুসকানের (মৌসুমী হামিদ) কাজ সবাইকে ব্ল্যাকমেইল করা। কিন্তু রোমিওকে (মিলন) ব্ল্যাকমেইল করতে গিয়ে কাহিনীর মোড় ঘুরে যায়। ছবিটিতে অভিনয় করেছেন মিশা সওদাগরও। তবে সিনেমাটি ১৪ আগস্ট মুক্তি পাবে কিনা এখনো সংশয় রয়েছে।

ব্ল্যাকমেইল

বাপ্পি-পরীর ‘লাভার নাম্বার ওয়ান

মামাতো বোন তানিয়া ছোটবেলা থেকেই বাপ্পিকে ভালোবাসে। কিন্তু ভালোবাসার কথা বলা হয়ে ওঠে না কখনো। এক দুর্ঘটনায় বাদশাহর সঙ্গে দেখা হয় পরী মনির। প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় বাপ্পির। ঘটনাচক্রে তানিয়ার ভালোবাসার কথাও জানতে পারে। শুরু হয় সম্পর্কের টানাপড়েন।

এরকম গল্প নিয়েই পরিচালক ফারুক ওমর নির্মান করেছেন ‘লাভার নাম্বার ওয়ান’। আরো অভিনয় করেছেন নবাগতা তানিয়া বৃষ্টি। এটি মুক্তি পাবে ২১ আগস্ট।

শেষ শুক্রবারে ভৌতিক ছবি ‘দ্য স্টোরি অব সামারা’

রিকিয়া মাসুদো পরিচালিত ও ভারটেক্স ফিল্মস প্রযোজিত ছবিটি দুটো ভিন্ন গ্রহ ও তার বাসিন্দাদের নিয়ে আবর্তিত। যেখানে ভিন্ন গ্রহ থেকে আসা অশুভ শক্তির মুখে পড়ে মানব সভ্যতা। তার হাত থেকে বাঁচতে পৃথিবীর পাঁচ তরুণ মিলিত হয়। মোকাবেলা করে অশুভ শক্তিকে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, শিবা আলী খান, সন্জু সনজ, প্রসুন আজাদ ও আমান খান। ছবিটির অনেক অংশে ভিজ্যুয়াল এফেক্টস প্রয়োগ করা হয়েছে। এই ছবিটি তৈরিতে ৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। ব্যবহার করা হয়েছে ৭০০ 4k ক্যামেরা। সিনেমাটি মুক্তি পাবে ২৮ আগস্ট।

২৮শে আগস্ট আরো মুক্তি পাবে কালাম কায়সার পরিচালিত রোমান্টিক ছবি ‘ভালোবাসতে মন লাগে’। অভিনয় করেছেন নবাগত নায়ক হৃদয় চৌধুরী ও চিত্রনায়িকা নির্জনা।

 

 


মন্তব্য করুন