Select Page

আগস্টে ‘দ্য স্টোরি অব সামারা’

আগস্টে ‘দ্য স্টোরি অব সামারা’

DSC_0149-2.jpg-800x450

২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে নির্মিত হরর ও সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’। ১৫ জুন ঢাকার একটি হোটেলে চলচ্চিত্রের অডিও অ্যালবাম প্রকাশনা উৎসবে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান, মনতাজুর রহমান আকবর, শিবা আলী খান, সাঞ্জু, নায়িকা ইমুসহ আরো অনেকে।

এ সিনেমায় চারটি গান আছে। এর মধ্যে তিনটি করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন হক। অন্য গানটি করেছেন ইমরান।

‘স্টোরি অব সামারা’য় গান গেয়েছেন সামিনা চৌধুরী, এসআই টুটুল, ইমরান, পড়শি, সজল ও কর্নিয়া। গান লিখেছেন সোমেশ্বর অলি, আলাউদ্দিন হক ও রিকিয়া মাসুদো।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু, সিবা, এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, পিয়া, ডন ও কাবিলসহ অনেকে।


মন্তব্য করুন